রাধাকুণ্ড তীরে গিয়ে হরি।
কহিছেন দুটি কর জোড়ি।।
ওহে পুণ্যবতী রাধাকুণ্ড।
তব প্রিয়া কৈল মোর দণ্ড।।
তুমি না বিরূপ হইও মোরে।
স্থান দেহ সুনির্ম্মল নীরে।।
এই লেহ চূড়ার চন্দ্রিকা।
এই লেহ মোহন বংশিকা।।
এই লেহ গলার গুঞ্জাহার।
মিনতি করিয়ে বার বার।।
পূর্ণ কর গদাধর আশ।
পুন যেন হই রাধাদাস।।