রাধানাথ মো বড় অধম পাপী।
প্রেমসুখ নাই কিসে জুড়াইব
অশেষ তাপের তাপী।।
রাধানাথ নিবেদিয়ে আমি তোমা।
দন্তে তৃণ করি মিনতি করিয়ে
উদ্ধার করিবে আমা।।
রাধানাথ কী গতি হইবে মোর।
বিষম সংসার- সাগরে পড়িয়া
মজিয়া হইলুঁ ভোর।।
রাধানাথ কেমনে হইব পার।।
এ কূল ও কূল কিছু না দেখিয়ে
নাহি তার পারাপার।।
তোমার চরণ প্রবল নৌকাতে
উদ্ধার করিলে হয়।।
রাধানাথ এমন হইবে দিন।।
রাই সহ মোরে সেবাতে ডাকিবে
কিছু না বাসিবে ভিন।।
রাধানাথ ব্রজে যেন তোমা পাই।
গৌরসুন্দরে নিজ দাসী করি
রাখিতে হবে তথাই।।