রাধামাধব শয়নহি বৈঠল
আলসে অবশ শরীর।
তবহি বনেশ্বরি বহুত যতন করি
আনল শারি শুক কীর।।
হেরি দোহেঁ ভেল আনন্দ।
রাইক ইঙ্গিতে বৃন্দা পঢ়াওত
বহু গীত পদ্য সুছন্দ।।
কানুক রুপ গুণ শুক কর বর্ণন
প্রেমে প্রফুল্লিত-পাখ।
শারি পড়ত যত রাই-গুণামৃত
কানুক বুঝিয়া কটাখ।।
ঐছন দুহুঁ জন ইঙ্গিতে দুহুঁ পুন
পাঠ করত অনুপাম।
সো বচনামৃত শ্রবণহি শুনব
কব ইহ দাস বলরাম।।