রাধা-বদন হেরি কানু আনন্দা।
জলনিধি উছলই হেরইতে চন্দা।।
কতহুঁ মনোরথ কৌশল করি।
কুসুম শরে রাই কানু অসম্বরি।।
পুলকে পূরিল তনু হৃদয়ে উল্লাস।
নয়ন ঢুলাঢুলি আধ আধ হাস।।
দুহুঁ অতি বিদগধ অতুলন লেহা।
রসের আবেশে বিছুরল নিজ দেহা।।
হার টুটল পরিরম্ভন বেলি।
মৃগমদ চন্দন সব দূরে গেলি।
খসল কুসুম কেল দুহুঁ অতি ভোর।
নীলমণি কাঞ্চন জড়িত উজোর।।
দুহুঁ দোঁহা চুম্বনে বয়ানে বয়ান।
জ্ঞানদাস হেরি দুহুঁ গুণ গান।।