রাধা বলে–“তুমি হইয়াছ দানী
বলহ কি নিতে চাহ।
যা চাহ তা দিব আন না করিব
সবারে ছাড়িয়া দেহ।।”
কানু বলে–“ভাল বলিলে আমারে
বুঝহ আমার কাছে।
উচিত হইলে তাহা দিয়া যাবে,
আন কথা হয় পাছে।।
অমূল্য রতন নিব ত এখন
বেণীর যে হয় দান।
এক লাখ নিব ইহার উচিত
ইহাতে নাহিক আন।।
সিঁথার সিন্দুরে দুই লাখ নিব
নাসার বেশরে, রাই,
তিন লাখ নিব মুকুতার দান
যাহার উপমা নাই।।
হাসির সে রসে পাঁচ লাখ নিব
নিব সে এখনি গণি।
যাহার হাসির মিশালে পড়য়ে
মণি মাণিকের কণি।।”
কহে চণ্ডীদাস — “শুন রসময়,
এত কি দানের লেখা ।
এ ঘাটে তরুণী গোপের রমণী
আর কি পাইবেহ দেখা।।”