রাধা মাধব পহিলহিঁ মেলি।
দরশন দুলহ দূরে রহু কেলি।।
হাসি দরশি মুখ আগোরল গোরি।
দেওল রতন কয়ল পুন চোরি।।
অঞ্চল পরশিতে চঞ্চল কাহ্ন।।
রাই করল পদ আধ পয়ান।।
অনুভব বুঝইতে অবনতবয়নী।
চকিত বিলোকিত নখে লিখে ধরণী।।
বিদগধ মাধব অনুভব জানি।
রাইক চরণে পসারল পাণি।।
করে কর বারইতে উপজল প্রেম।
দারিদ ঘট ভরি পাওল হেম।।
মাতল মনসিজ দুরে রহু লাজ।
অবিরত কিংকিণী কঙ্কণ বাজ।।
শুনই না পাবই লহু লহু ভাষ।
দুহুঁ মুখ হেরইতে উপজল হাস।।
ঘাম বিন্দু মুখ সুন্দর জোতি।
কনয়-কমল মাঝে পড়ি গেল মোতি।।
কুচযুগ কনয়-ধরাধর জানি।
হৃদয়ে পড়ল বলি পহুঁ দিল পাণি।
ঝাঁপল গিরিধর ঝাঁপল গোরি।
গোবিন্দদাস লখই পহুঁ ভোরি।।