রাধা বলে-“শুন, বেদনী বড়াই
বড়ই বিষম শুনি।
এ পথে জগাত ঘাটে ঘাটিয়াল
কখন নাহিক জানি।।
যে হয় সে হয় কারে নাহি ভয়
কহিব কংসেরে গিয়া।
‘তোমার যোগানী তার হেন গতি’
রাখিবে ধরিয়া লয়া।।”
বড়াই বলিছে– “শুন বিনোদিয়া
তরুণী আগল পথে।
এ কোন বিচার কোন ব্যবহার
বড় দোষ পাবে ইথে।।
একে সে অবলা তাহে সে গোয়ালা
ছুইলে কুলের ভয়।
জাতি কুলশীল মজিবে সকল
এ তোর উচিত নয়।।”
কানু কহে–“ভাই, শুনহ বড়াই,
রাজকর নিব বুঝি।
যা হয় তা দিয়া তুমি যাহ লয়া
যতেক গোপের ঝি।।”
চন্ডীদাস কয়- “শুন রসময়,
অবার ছাড়হ সভে।
পুন বাহুড়িয়া– এ পথে আসিলে
যা হয় উচিত লবে।।”