রাধা লাগালি পেয়েছি রাজপথে।
তিলে তিলে করি লেখা ভাল হইল হলো দেখা
অনেক দিবসে মনোরথে।।
বিকের করেছ সাজ তাথে কেনে এত লাজ
ঘোঙট ঘুচায়ে কহ কথা।
নিরবধি তোমা লাগি পথ পানে চেঞা থাকি
কহ শুনি কুশল বারতা।।
পুরুব পিরীতি খানি পাসরিতে নারি দানী
করবা না কর তুমি মনে।
আমার বচন ধর খানিক বিশ্রাম কর
এতেক নিঠুর হলে কেনে।।
শুন শুন বিনোদিনী রামনারায়ণের বাণী
ব্রহ্মা যারে ধেয়ানে না পায়।
সে হরি কদম্বতলে বসিয়া দানের ছলে
বাঁশীতে তোমার গুণ গায়।।