• এস এস রসবতী বৈস তরুছায়
    এস এস রসবতী বৈস তরুছায়। তোমারে এসব কথা কহিতে জুয়ায়।। সকল কহিতে পার রসবতী বট। আপনা আপনি সুখ কেনে কর নট।। রাজা প্রজা জানে আমি পথের মহাদানী। গায়ের গরবে এত কহ কটুবাণী।। লুটিব পসার তোর কারে আছে ডর। পুন পুন কহ যাঞা রাজার গোচর।। দেখাহ রাজার ভয় শুনে লাগে হাসি। কত কোটি কংস আমি তৃণ […] keyboard_arrow_right
  • কানাই তোমার তিলেক নাহি লাজ
    কানাই তোমার তিলেক নাহি লাজ। বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার হাতে অলপ না বাসিহ কাজ।। মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি ভালমতে সাধাইব দান।। কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব চূড়া মুরলী ভাসায়ে দিব জলে। কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি যেবা থাকে দানীর […] keyboard_arrow_right
  • নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে
    নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে। আজি বিকাইল দধি মোর বিনা মূলে।। দধি দুগ্ধ বিকাইল পূরিল কামনা। বেয়াজে দানীর পায় বিকাইলাম আপনা।। শ্যামেরে সঁপিলাম মুঞি এ রূপ যৌবনে। আর কি করিবে গুরুজনের গঞ্জনে।। রামনারায়ণে কহে অভিনব প্রেম। চান্দে মিলায়ল যেন মরকত হেম।। keyboard_arrow_right
  • রাধা লাগালি পেয়েছি রাজপথে
    রাধা লাগালি পেয়েছি রাজপথে। তিলে তিলে করি লেখা ভাল হইল হলো দেখা অনেক দিবসে মনোরথে।। বিকের করেছ সাজ তাথে কেনে এত লাজ ঘোঙট ঘুচায়ে কহ কথা। নিরবধি তোমা লাগি পথ পানে চেঞা থাকি কহ শুনি কুশল বারতা।। পুরুব পিরীতি খানি পাসরিতে নারি দানী করবা না কর তুমি মনে। আমার বচন ধর খানিক বিশ্রাম কর এতেক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ