কানাই তোমার তিলেক নাহি লাজ।
বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার হাতে
অলপ না বাসিহ কাজ।।
মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর
বুকে হান মনমথ বাণ।
রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি
ভালমতে সাধাইব দান।।
কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব চূড়া
মুরলী ভাসায়ে দিব জলে।
কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি
যেবা থাকে দানীর কপালে।।
শুনেছি লোকের ঠাঞি নারীবধের ভয় নাই
পূতনা বধেছ শিশুকালে।
বৎসবধ করে যে তাহারে পরশে কে
তুয়া আমি জানি ভালে ভালে।।
বিষম আঁখির ঠার শুধিব ইহার ধার
রাজারে মজাব ঘর গারি।
রামনারায়ণে কয় ভুবনে খেয়াতি রয়
তবে জানি আয়ানের নারী।।