রাধিকার মান বুঝিয়া নাগর
কপট করিয়া কান্দে।
পরিচয় দিই শুন বিনোদিনী
বিষাদ করো না রাধে।।
কহি সত্য বাণী শুন বিনোদিনী
বনে গেলাম নিশিশেষে।
বলাই দাদার সনে করি মধুপানে
আসিতে লাগিল দিশে।।
কোন দিগে যাই কোন দিগে চাই
সত্য কহি বিনোদিনী।
চন্দ্রাবলীর বাসে আসিয়া আছিনু
কিছুই নাহিক জানি।।
একাসনে ছিনু কিছু না জানিনু
মধু মদালসে আন্ধা।
তোমার সহিতে নিকুঞ্জে আসিয়া
ঘুচিল মনের ধান্ধা।।
চতুরালি শুনি কাঁপে বিনোদিনী
অরুণ হইল নয়নে।
বসু রামানন্দে কিবা সে আনন্দে
এমন হইল কেনে ।।