রাধিকায় পিরিতি জানে না । ভাইরে সুবল কি করি বল প্রাণী আমার বাঁচে না।।
যখন ছিলাম বৃন্দাবনে প্রেম খেলিতাম রাধার সনে রে।
পিরিতি করিয়া গোপনে দিল কত যন্ত্রণা।।
সে বিনে বাচে প্রাণী কোথা পাই বল রাধারাণীরে।
প্রেমাগুনে জ্বলে প্রাণী সহিতে আর পারি না।।
ভাই রে সুবল প্রাণের সখা প্রাণ থাকতে রাই আনিয়া দেখা রে।
মথুরাতে কঠিন থাকা উঠল প্রেমের বেদনা।।
বাউল রিয়াছত বলে গেল জাতি করিয়া শঠের পিরীতি রে।
নারী জাতি কঠিন অতি পুরুষের বেদ জানে না।।