রামদাস তোর নাম মোর সনে সদা কাম
ভায়্যা ভায়্যা ডাক গৌরাঙ্গ।
সুদাম সুদাম বোলে এই মাত্র করে রোলে
তোমা সঙ্গ নহে যেন ভঙ্গ।।
আরে মোর সুদাম রঙ্গিয়া।
এবে নাম অভিরাম আমা সনে তোর কাম
ডাকে মোর নিতাই সঙ্গিয়া।
বৃন্দাবন পড়ে মনে থাকে নব বৃন্দাবনে
ডাকে কেনে রাধা রাধা বলি।
গদাধর মুখ হেরি মুরছিত গৌরহরি
কোলে করে যায়্যা নরহরি।।
বলরাম দাদা মোর সে রূপ নাহিক তোর
হবে তুমি সন্ন্যাসীর পারা।
নিতাই নিতাই বোলে সঘনে করয়ে কোলে
নটবর কহে শ্যাম গোরা।।