রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম অতিশয় গভির বিথার। অজভব ব্যাস শেষ শুক নারদ মুণিগণ না পাওল পার।। হরি হরি ইহ রস কো অবগাহ। যো রসে নিমগন সঘনে বৃন্দাবন আপে না বুঝল নাহ।। শ্রীজয়দেব বিদ্যাপতি কবিকুল রসিক ভকতগণ মেলি। পদপঙ্কজ মকরন্দে মাতাওল ভকত ভ্রমর মাতি গেলি।। রূপ স্বরূপ সনাতন ব্রজজন চরণ শরণ করু আশা। নটবর দাস কহে […]
keyboard_arrow_right