তোমার বদন আমার জীবন
সরবস ধন তুমি।
তোমা ধরি চিতে খুঁজিতে খুঁজিতে
আসিয়া পাইলাম আমি।।
রাই হে কি মোর করম ভাগি।
ব্রজের জীবন সবাকার ধন
আসিয়া পাইলাম লাগি।।
দরিদ্রের মত ফিরিয়ে জগতে
চণক মুঠির আশে।
তার মাঝে যেন হেম বরিষণ
বিধি মিলাওল পাশে।।
এত দিনে মোর আশ পূরল
ভাঙ্গল মনের ধন্দ।
কহে নটবর এ হেন দুর্লভ
রাইয়ের শ্যামর চন্দ।।