রামানন্দ স্বরূপের সনে।
বসি গোরা ভাবে মনে মনে।।
চমকি কহয়ে আলি গালি।।
খেনেক বাঁশীরে দেয় গালি।।
পুন কহে স্বরূপের পাশে।
বাঁশী মোর জাতি কুল নাশে।।
ধ্বনি কানে পশিয়া রহিল।
বধির সমান মোরে কৈল।।
নরহরি মনে মনে হাসে।
দেখি এই গৌরাঙ্গ বিলাসে।।