রামা হে, কি আর বলিব আন।
তোহারি চরণে শরণ সো হরি
অবহুঁ না মিটে মান।।
গোবর্দ্ধন-গিরি বাম করে ধরি
যে কৈল গোকুল পার।
বিরহে সে ক্ষীণ করে কঙ্কণ
মানয়ে গুরুয়া ভার।।
কালীয় দমন করল যে জন
চরণযুগলবরে।
এবে সে ভুজঙ্গ ভরমে ভুলল
হৃদয়ে না ধরে হারে।।
সহজে চাতক না ছাড়য়ে প্রীত
না বৈসে নদীর তীরে।
নব জরধর বরিখণ বিনে
না পিয়ে তাহার নীরে।।
যদি দৈবদোষে অধিক পিয়াসে
পিবয়ে হেরিয়ে থোর।
তবহুঁ তাঁহারি নাম সোঙরিয়া
গলয়ে শতগুণ লোর।।
চণ্ডীদাস-বাণী শুন বিনোদিনি
কি আর করহ মান।
তুয়া অনুগত শ্যাম-মরকত
তো বিনু ভাবে না আন।।