রাস অবসানে অবশ ভেল অঙ্গ।
বৈঠল দুহুঁ জন রভসতরঙ্গ।।
শ্রমভরে অঙ্গ ঘাম বহি যায়।
কিঙ্করিগণ করু চামরের বায়।।
পৈঠল সবহুঁ যমুনা জন মাহ।
পানিসমরে দুহুঁ করু অবগাহ।।
নাভি মগন জলে মণ্ডলি কেল।
দুহুঁ দুহুঁ মেলি করই জলখেল।।
কণ্ঠমগন জলে করল পয়ান।
চুম্বয়ে নাহ তব সবহুঁ বয়ান।।
ছলে বলে কানু রাই লেই গেল।
যো অভিলাষ করল দুহুঁ মেল।।
জল সঞে উঠি সভে মোছই শরীর।
জনু বিধুমণ্ডিত যামুন তীর।।
রাসবিলাস করি পানিবিলাস।
দাস অনন্তক পূরল আশ।।