রাঢ় মাঝে একচাকা নামে আছে গ্রাম।
তহিঁ অবতীর্ণ নিত্যানন্দ বলরাম।।
হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ।
মূলে সর্ব্ব পিতা তানে কৈল পিতা-ব্যাজ।।
মহা জয়জয়ধ্বনি পুষ্পবরিষণ।
সঙ্গোপে দেবতাগণ করিলা তখন।।
কৃপাসিন্ধু ভক্তিদাতা শ্রীবৈষ্ণবধাম।
অবতীর্ণ হৈলা রাঢ়ে নিত্যানন্দ রাম।।
সেই দিন হইতে রাঢ়মণ্ডল সকল।
পুন পুন বাঢ়িতে লাগিল সূমঙ্গল।।