রূপবতী প্রাণের দূতী প্রাণ বন্ধে মাইল আমায়।
মাইল মাইল প্রাণ নিল বিচ্ছেদে বন্ধুয়ায়।
প্রাণে নাহি সহে দুখ দেহ জ্বলে সর্বদায়।
এ গো দেহবন্দী পাষাণেতে কালাচান্দে নাহি চায়।
কুলিশ অন্তর প্রাণের বন্ধুরে দয়া নাই তোর দেহায়।
এ গো মন প্রাণ হরি মোর প্রাণবন্ধু রইল কোথায়।
দেহ শূন্য করি মোর প্রাণি নিল প্রাণ বন্ধুয়ায়।
এ গো জ্বলে জ্বলে দেহ জ্বলে ঝুরে কুঞ্জ মনুরায়।
অতি মহাভাগ্য যারা প্রাণবন্ধুয়া সেই পায়।
এ গো তাপিত অঙ্গ শীতল হয় দুঃখ তার দূরে যায়।
কার কুঞ্জেতে গিয়া বন্ধুরে রইলায় তুমি মথুরায়।
এ গো কোন না কামিনী পাইয়া ভুলিয়া রইলায় আমায়।
জ্বলন্ত আনলে জ্বলেরে প্রাণ বন্ধুর দায়।
এ গো বন্ধের বিচ্ছেদে বুক ছেদি বাহিরে যায়।
শিতালাং ফকিরে কহে দোষগুণ মোর বন্ধুয়ায়।
এ গো অপরাধী জানি মোরে প্রাণবন্ধে না চায় আমায়।