রূপে গুণে যৌবনে গুণবতী নারি।
কাঞ্চনকাঁতি বরণ ভেল কারি।।
বুঝয়ি না পারিয়ে বয়নক বোল।
কন্ঠগতাগতি জীবনহিলোল।।
এ হরি এ হরি জগ ভরি লাজ।
তোহে না সমুঝিয়ে ঐছন কাজ।।ধ্রু।।
কেহু কেহু রাইক কোরে অগোর।
কেহু জল দেই কেহু চামর ডোর।।
কত পরবোধব মরম না জানি।
লিখন লিখয়ে যৈছে পানিক পাণি।।
আর কত কত ধনি অবিরত রোই।
অনুগত বিরত ধরম নাহি হোই।।
যব তনু তেজব তুয়া গুণ লাগি।
জ্ঞানদাস কহ তুহুঁ বধভাগি।।