রূপ দেখি আখি তিল আধ পালটিতে নারি
মন অনুগত নিজ লাভে।
অপরশে দেই পরশ-সুখ-সম্পদ
শ্যামর সহজ স্বভাবে।।
সজনী পিরিতি মুরতি বরদাতা।
প্রতি অঙ্গে অখিল অনঙ্গ -সুখ-সায়র
নায়র নিরমিল ধাতা।।
লীলা-লাবণি অবনি অলঙ্কুরু
কি মধুর মন্থর গমনে।
লহু অবলোকনে কত কুল-কামিনী
শূতল মনসিজ-শয়নে।।
অলখিত হৃদয় অন্তব অপহব
বিছুরল না হএ সপনে ।
জ্ঞানদাস কহে তব কৈছন হএ
যব হএ তনু তনু মিলনে।।