রূপ দেখি যত মথুরা-নাগরী
মোহিত হইল তারা।।
তাথে প্রেমরসে কুলের কামিনী
চৈতন্য নাহিক কারা।।
কে হেন ও রূপ নিরমাণ কৈল
কত সুধা দিয়া রাশি।
গড়ল হরষে এমনি পরশে
এমনি গতিকে রাশি।।
ধন্য সে রসিয়া এমন কালিয়া
নিরমাণ কৈল দেহা।
গঠন সুঠন করি একমন
নয়ন খঞ্জন-রেহা।।
চৌরস কপাল উঘ রাতাপল
দশন কুন্দের কলি।
দেখিয়া শুনিয়া ফুলের ভরমে
উড়িয়া বুলিছে অলি।।
বাহু সে মৃণাল অতি সে বিশাল
হৃদয়ে কুঞ্জর-কুম্ভ।
করীর বদন করে যেই জন
নিতম্ব ক্ষীণ হি দম্ফ।।
যেন বা হিঙ্গুল দলিয়া অঞ্জন
যাবক মিশায়ে তায়।
এমন না শুনি চরণ দু’খানি
দীন চণ্ডীদাস গায়।।