রূপ হেরি আঁখি মোর পুন নাহি নেওটই
মন অনুগত নিজ লাভে।
অপরশ দেই পরশসুখ সম্পদ
শ্যামর সহজে সভাবে।।
পিরীতি মূরতি বরদাতা।
প্রতি অঙ্গে অখিল অনঙ্গ-সুখ-সায়র
নায়র নিরমিল ধাতা।।
লীলা-লাবণি অবনী অলয়ত
কি মধুর মন্থর গমনে ।
লহু অবলোকনে কত কুলকামিনী
শুতলি মনসিজ শয়নে।।
আর এক অপরূপ হৃদয় মাঝে পৈঠল
ধৈরয না ধরয়ে জীবনে।
গোবিন্দদাস কহ না জানি কি হয়ত
তনু তনু মিলনে ।।