ললিতা ললিত বচনে সব সহচরি
পরিচরু পরম আনন্দে।
সহজে কলাবতি তাহে অতি আরতি
বিরচই বিবিধ সুছন্দে।।
ইহ সব আলিক বলি বলি যাই।
নাগরি নাগর সেবনে নিরন্তর
ইহ বিনু অন্তর বাহির নাই।।
কোই দৃঢ় অঞ্চল উঘাড়ি পয়োধর
দুহুঁ কর ভেল অবলম্ব।
কোই কটিতট পরিপাটি সুচাপই
কোই কোই বিপুল নিতম্ব।।
কোই কোই গীমক সীম সুমর্দ্দই
কোই পীঠ পরবন্ধ।
কোই কর অঙ্গুলি সান্ধি সুসেবই
কোই চরণ অরবিন্দ।।
আধ বিগত শ্রম দুহুঁক বদন পুন
চতুর এক সখি হেরি।
এক তাম্বুল অতুল ছন্দ করি
দুহুঁক অধরে ধরি দেলি।।
পাওন বেরি ভাওন আওত
দুহুঁক মনোহর হাস।
ইহ সখি চরণ মরমে নিমঞ্ছব
পাই পরানন্দ কৃষ্ণকান্ত দাস।।