লাগলো ধুম প্রেমের থানাতে মন-চোরা পড়েছে ধরা কালা রসিকের হাতে।।
বৃন্দাবনে রসে রে খেলা, তা জানে রাজুবালা,
তার সন্ধান কি পাবি তোরা চাঁদ ধরিতে।।
ভক্তিরাম জমাদারের হাতে, দুই দিনকার চাঁদ জিম্বা আছে
তিন দিনের দিন চালান করে চলে আট কৌশলেতে।।
চোর আছে অটলের ঘরে, কার সন্ধান কে চিনে ধরে,
লালন কয়, সাধনের জোরে পারি অধর চাঁদ হাতে।।