লোক অনুরাগ ঘরের সোহাগ
পতির আরতি নাশি।
সজনি লো শ্যাম কি জানি করিলে
এ সব ঝগড়া বাসি।।
প্রাণ সই না জানি কি জানি হইল।
রাতি দিন নাই সদাই ধেয়াই
মরমে সমাধি রইল।।
দেখিতে শুনিতে নয়নে শ্রবণে
আন না দেখি না শুনি।
এত পরমাদ নাহি অবসাদ
আন না জানে পরাণি।।
সে রূপ সে গুণ সে মৃদু বচন
অমিয়া-নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে মরমে লাগিলে
কে জানি রহিব ঘরে।।