শমন ঔর রমণ
মোহে ভুলল রে প্রিয় সখি
করি কি উপায় বুদ্ধি বল না।
ইহ দিবস যামিনী
কৈছে বিরাময়ব
এতহু দুখে হত এ জীউ গেল না।।
এ দুখ হেরি করুণা করি
বিদরে যদি বসুমতী
তবহু হাম পৈঠী তছু মাঝে।
শ্যাম গুণধাম
পরবাসে হাম পামরী
এ মুখ দরশায়ব কোন্ লাজে।।
পিয়াক গূঢ় পরবে হাম
কবহুঁ ধরণীতলে
তৃণহু করি কাহুক না গণলা।
নৈলে কেন ঐছে গতি
কাহে ভেলরে সখি
সোই অভিশাপ মুঝে ফললা।।
পুনহুঁ যদি কোই আসি
কহে কুশল কাহিনী
পরম সুখে আছয়ে হরি রায়।
তবহুঁ হাম এসব দুখ
সুখ করি মানিয়ে
শশিশেখর কহিয়া না পাঠায়।।