শিঙ্গা বেণু বেত্র বাধা কটিতে আঁটিয়া।
সাজল রাখালরাজ সঙ্গে শিশু লৈয়া।
শ্রীদাম ডাকিয়া বলে ভাইরে কানাই।
এ সব রাখাল মাঝে বলাই দাদা নাই।।
তুমি যদি বেণু পুরি ডাক এক বার।
বড় মনে সাধ আছে ভাঙ্গি খাব তাল।।
শ্রীদামের কথা শুনি হরষিত হৈয়া।
হাসি পূরে বেণু দাদা বলাই বলিয়া।।
ঘনরাম দাসের মন করে উচাটন।
দাদারে বলাই বলি ডাকে ঘনে ঘন।।