শিশিরক শীত সবহুঁ দূরে গেল।
বিরহক-অনল নিদাঘ সম ভেল।।
দহই কলেবর শীতল পবনে।
কো পাতিয়ায়ে ইহ সব বচনে।।
জর জর অন্তর বিরহক ধূমে।
জাগরে জাগি দূরে রহূঁ ঘূমে।।
বচন কহই যব জনু পরলাপ।
কহই না পারিয়ে যতহুঁ সন্তাপ।।
কোই কহই তোহে রসময় কান।
তুহুঁ সম কঠিন জগতে নাহি আন।।
তোহারি বচনে আর নাহি পরতীত।
কুলবতি করু জনি তোহে পিরীত।।
যতহুঁ বিরহ-দুখ কি কহব হাম।
দাস যদুনাথ তোহে পরণাম।।