শুনইতে রাই বচন অধরামৃত
বিদগধ রসময় কান।
আপনাক ভাবে ভাব প্রকাশিতে
ধনী অনুমতি ভেল জান।।
সুন্দরি যে কহিলে গৌর স্বরূপ।
কোই নাহি জানয়ে কেবল তুয়া প্রেম বিনে
মোহে করবি হেন রূপ।।
কৈছন তুয়া প্রেমা কৈছন মধুরিমা
কৈছন সুখে তুহু ভোর।
এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ
কি কহব না পাইয়ে ওর।।
ভাবিয়ে দেখিনু মনে তুহারি স্বরূপ বিনে
এ সুখ আস্বাদ কভু নয়।
তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি
নদীয়াতে করব উদয়।।
সাধব মনের সাধা ঘুচাব মনের ধাধা
জগতে বিলাব প্রেম ধন।
বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়
না ভজিনু মুঞি নরাধম।।