শুনহ সুঘড়বর বরজকিশোর।
সো নব রমণী রমণীমণি সুন্দরী
তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর।।ধ্রু।।
কনক লাবণি জিনি তনু ঘন-কোমল
পুলক বলিত অতি অতুলিত কাঁপি।
ধৈরজ ধরইতে করই যতন কত
ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি।।
সহচরী পাশ হাসরস বিরহিত
নিরজনে বসই বিসরি সব কাজ।
গুরুজন বচন বজরসম মানই
তিলে তিলে হোত শিথিল কুললাজ।।
লাগই গেহ বিপিন সম অবিরত
উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত।
চাতক জলদে কোন গতি ভাখব
নরহরি ধন্দ নিরখি উহ রীত।।