শুনিয়া দানির বানী বৃষভানু-নন্দিনী
চাতুরী করিয়া কহে কথা।
বাঙন হইয়া চায় কবে চাঁদ কোথা পায়
কি তপ করেছ যথা তথা।।
তেয়াগিয়ে নিজস্থান তীর্থ কর পর্য্যটন
গোদাবরী প্রয়াগ-তরঙ্গে।
যে সাধ করেছ চিতে ব্রত কর অচিরাতে
তবে পরশিও মঝু অঙ্গে।।
এত যদি সাধ হিয়া গৌরী আরাধই গিয়া
তবে সে করিও মোর আশ।
ধেনুর রাখাল যেবা তাহার গণয়ে কেবা
হেন কেন মন অভিলাষ।।
নিকড়্যে গুঞ্জার গাভা অঙ্গের করহ শোভা
নিকড়্যে বনের ফুলে বেশ।
নিকড়্যে পাখীর পাখে যার মূল্য নাহি লেখে
চূড়া বান্ধ উভ করে কেশ।।
না হইত কাল অঙ্গ তবে কি করিতে রঙ্গ
গৌর হইলে পরশিতে বসে।
বলরাম দাস কয় এ তব উচিত নয়
ঝাঁপ দেহ কালিন্দীর জলে।।