“শুন ধনি রাই, কহি তুয়া ঠাঁই
না কর বিষাদপনা।
তোমার হৃদয় আছিয়ে সদয়
তাহা সে আছিয়ে জানা।।
তুমি রসমই তোরে কিছু কই
শুনহ আমার বাণী।
পরবশ হয়া যাইতে হইল
পুন সে আসিব ধনি।।”
রথের উপর যখন বৈঠল
রসিক নাগর ধারী।
অঙ্গুলি তুলিয়া দেখায় রসিয়া
বসিএ কহেন ঠারি।।
হেনক সময় সারথি তুরিত
চালায়ে সুন্দর রথ।
সব গোপীগণ হইয়া বিমন
সবে আগুলিল পথ।।
দু বাহু পসারি নবীন কিশোরী
পড়ল রথের তলে।
“যাহ,যাহ দেখি, রাধারে মারিয়া”–
সকল গোপনী বলে।।
পড়ল রথের চাকার সম্মুখে
অবলা অখলা রামা
“বধ করি যাহ এ সব গোপিনী
জানিল তোমার প্রেমা।।”
চণ্ডীদাস দেখি রাধার হুতাশ
বিরহ-বেদন-চিত।
গিয়া শ্যাম-পাশে কর জোড় করি
বুঝাইছে কোন রীত।।