শুন শুন কহি পরাণ সজনি
আজুক স্বপনরীত।
পিয়া আসি মোরে আলিঙ্গন করে
আনন্দে আকুল চীত।।
বদনে বদন করয়ে চুম্বন
অধরে অধর দিয়া।
ভুজে ভুজে বান্ধি উরে উরে ছান্দি
হিয়ার উপরে হিয়া।।
হেনই সময়ে চেতন হইল
বুঝিতে নারিলুঁ কাজ।
কিয়ে হয়ে নহে এমত করয়ে
নিচয়ে নাগররাজ।।
বিধির বিধান কি জানি কেমন
সেহ কি এমন হবে।
এ দাস উদ্ধবে কহে এহ বটে
রসিক নাগর তবে।।