শুন শুন গুণবতী রসময়ি রাধা।
কৈছে তেজলি গৃহ বহুবিধ বাধা।।
গগনে সঘনে ঘন গরজন জারি।
কুলিশ পতন ভেল মরম বিদরি।।
দশ দিশ দামিনী দহন তরঙ্গ।
ন চলহি কোই উঠ কাঁপই অঙ্গ।।
তিমির ছাপই রহু কতহু ভুজঙ্গ।
কৈছে বাঢ়াওলি পদ আওলি কুঞ্জ।।
পঙ্কহি বাট ভেল কণ্টক মেলি।
কোমল চরণ বহি আয়লি চলি।।
কত দুখ পায়লি নাহি পরিমাণ।
নরোত্তম দাসে কহে সব সুখ জান।।