শুন শুন বৈষ্ণব ঠাকুর।
দোষ পরিহরি কহ শ্রবণ মধুর।।ধ্রু।।
বড় অভিলাষে রাধাকৃষ্ণ লীলা
গীতহি সঙ্গতি করি।
হয় নাহি হয় বুঝিতে না পারি
সবে মাত্র আশা ধরি।।
তোমার বৈষ্ণব সব শ্রোতাগণ
চরণ ভরসা করি।
আপন ইচ্ছায়ে আমি নাহি লেখি
লেখায়ে সে গৌরহরি।।
মোর অপরাধ ঠাকুর বৈষ্ণব
ক্ষেমিয়া করহ পান।।
শ্রীরাধাকৃষ্ণ লীলাসমুদ্র
কীর্ত্তনানন্দ নাম।।
তোমরা বৈষ্ণব পরম বান্ধব
পূর মোর অভিলাষ।
গৌরাঙ্গ চরণ মধুকর গৌর-
সুন্দরদাস আশ।।