শুন সজনি অপরূপ বিরহকো বাধা।
সহচর শতহু কতহু উপচারত
পারত ন পুন সমাধা।।
চন্দন চন্দ্র সলিল নলিনীদলে
বিরচল বিবিধ উপায়।
সবহু বিফল ভেল বজরকো আনল
জল লবে কৈছে নিভায়।।
তুয়া গুণ কঞ্জ পুঞ্জ হিয়ে ধারল
মাধব শৈত্যসুখ আশে।
তুয়া মুখ দরশ পরশ বিনে সো পুন
বাঢ়াওল দ্বিগুণ হুতাশে।।
সো অব মুরছিত তবহু কঠিন চিত
মনমথ হানয়ে বাণ।
তুয়া অধরামৃত বিনু নাহি জিয়ত
হরিবল্লভ পরমাণ।।