শুন সুন্দর শ্যাম ব্রজবিহারী।
হৃদি মন্দিরে রাখি তোমারে হেরি।।
গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা।
রাধাকান্ত নিতান্ত তব ভরসা।।
সম শৈল কুল মান দূর করি।
তব চরণে শরণাগত কিশোরী।।
আমি কুরূপা গুণহিনি গোপনারী।
তুমি জগরঞ্জন মোহন বংশিধারী।।
আমি কুলটা কলঙ্কি সৌভাগ্যহিনি।
তুমি রসপণ্ডিত রসিকচূড়ামণি।।
গোবিন্দদাস কহে শুন শ্যামরায়।
তুয়া বিনে মোর মনে আন নাহি ভায়।।