শুন হলধর ভাই।
কেমন করিয়া নন্দের বিদায়
কহিব কহ ত ভাই।।
এ কথা শুনিয়া মোহিত হইয়া
রোদন যশোদা-সুত।
হলধর পাশে নিশ্বাস এড়ই
তরল করল চিত।।
নন্দ হেন পিতা কি কহিব কথা
যার স্নেহে নাহি সীমা।
বহু সুখ অতি কি তার পীরিতি
যশোমতী অতি সমা।।
যশোদার স্নেহ কি করিব এহ
এ দেহ পূরিত সুখে।
এ জন বিদায় কেমনে করব
না লয় আমার মুখে।।
কহে হলধর শুন দামোদর
এই সে উপায় মানি।
পশ্চাতে গোকুল গমন করিব
আগেতে চলহ তুমি।।
এ কথা রচিল কৃষ্ণ হলধর
আগেতে দু ভাই গিয়া।
দণ্ডাই দু জনে নন্দ মুখ পানে
গদ গদ হেয়া হিয়া।।
বিমুখ হইয়া রহে আনপানে
গোকুল-ঈশ্বর হরি।
চণ্ডীদাস বলে মোহিত হইয়া
আন সে কহিতে নারি।।