“শুন হে চিকণ কালা।
বলিব কি আর চরণে তোমার
অবলার যত জ্বালা।।
চরণ থাকিতে না পারি চলিতে
সদাই পরের বশ।
যদি কোন ছলে তব কাছে এলে
লোকে কহে অপযশ।।
বদন থাকিতে না পারি বলিতে
তেঁই সে অবলা নাম।
নয়ন থাকিতে সদা দরশন
না পেলাম নবীন শ্যাম।।
অবলার যত দুখ প্রাণনাথ
সব থাকে মনে মনে।”
চণ্ডীদাস কয়– “রসিক যে হয়
সেই সে বেদনা জানে।”