শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো
তোমার কালিয়া তনু।
তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ
বিয়োগ উঠিল দুনু।।
ঝাট চলি যাও কেন দুখ দাও
চমকে আমার হিয়া।
যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে
যথায় রসের প্রিয়া।।
সেইখানে গিয়া ফুলে মধু খেয়া
থাকহ যেখানে কানু।
হেথা কেন তুমি মধুর লালসে
তোমার কালিয়া তনু।।
কালিয়া বরণ দেখি মোর মন
দ্বিগুণ জ্বলিয়া যায়।
মনের বেদনা বুঝে কোন জনা
এ কথা কহিব কায়।।
এ কথা শ্রবণে শুনি মধুকর
তখনি চলিয়া গেল।
কোথাও না দেখি মেলি দুটি আঁখি
তবে সে ধৈরজ ভেল।।
নীল কাল-জাল ফেলিল ছিনিয়া
কিছু না রাখল ভালে।
অঙ্গের কাঁচলি ফেলি দূর করি
নীলের উড়নি দূরে।।
কাল আভরণ তেজিয়া তখন
পরল ধবল বাস।
হিয়ার কাঁচলি পরল ধবল
কহেন এ চণ্ডীদাস।।