শুন হে সুবল সখা কি করি উপায়।
রাধা বিনে মোর প্রাণ বিদরিয়া যায়।।
কত-খনে পাব আমি রাধা দরশন।
রাধা-রূপ না হেরিলে না রহে জীবন।।
হা রাধা হা রাধা বলি পড়ে ভূমি-তলে।
মুখে নাহি বাণী শ্বাস কিছু কিছু চলে।।
দেখিয়া অঙ্গের ভাব মনেতে বুঝিল।
কৃষ্ণকে তুলিয়া সুবল কোলে বসাইল।।
নিজ বাস দিয়া সুবল অঙ্গ মুছাইল।।
কান্দিতে কান্দিতে সুবল কহিতে লাগিল।।
চাঁদ-মুখ পাণে চাঞা ছাড়য়ে নিশ্বাস।
কান্দিতে কান্দিতে কহে যদুনাথ দাস।।