শোন্‌ ভাই সকলরে, তোরা শোন্‌ গাড়ীর খবর,
এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, –ও তোরা শোন ভাই সকল।
তাই পাগল কানাই কয়, রাস্তায় গাড়ী পত্তন হবে যখন,
বাতাসে মিশবে যোগীগণ;
আর আছে যত যাত্রীগণ, বাতাসে হবে মিলন,
আর কাম, ক্রোধ, লোভ, মোহ ডোম মদন–
সেদিন তারা সকলই ছাইড়া যাবে–একা বসে র’বে মন।
আবার বিলাতে যখন গাড়ী করিবে গমন,
ষোল ষোল বত্রিশিজনে, চালাও গাড়ী রাত্রদিনে, ও মনের মতন;
সে গাড়ীর টিকিট মাষ্টার যে জন হয় ঘাটে ঘাটে টিকিট লয়,
তা দেখিয়া ছয় পাগলে করছে গোল শুনরে ভাই সকল–
আবার আল্লা-হরি কিছুই বলেনা, ও সেই নিত্যধামের পাগল।
যখন গাড়ী বিলাত থেকে ফিরে আসবে–
অন্ধকার-ধন্ধকারে কুহুকার, নৈরাকারে সেদিন ছিলা কেমন,
আরও দশমাস দশদিন সেইখানে থেকে ভবে এসে হলি’ চেতন।