শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ।
দিবসে রজনী মানি
মনে আন নাহি জানি
ভাবিতে গুণিতে সই মলুঁ।।ধ্রু।।
দাঁড়াইয়া তরুমূলে
আকুল করিল মোরে
ঈষত বঙ্কিম দিঠে চাঞা।
ঘর যাইতে না লয় মন
যাউক জাতি কুল ধন
চিকণ শ্যামের বালাই লৈয়া।।
অঙ্গ-ভঙ্গিমা দেখি
প্রেমে পূরিত আঁখি
মোর মনে আন নাহি ভায়।
চিত নিবারিতে যদি
বিরলে বসিয়া থাকি
মন কেনে শ্যাম পানে ধায়।।
খাইতে শুইতে চিতে
ভুলিলুঁ বংশীর গীতে
না জানি কি হৈল হিয়া মাঝে।
মনে অনুমান করি
ছাড়িতে নারিলুঁ হরি
তিলাঞ্জলি দিলুঁ কুললাজে।।
কি খেনে জলেরে গেলুঁ
কি রূপ দেখিয়া আইলুঁ
ঘরেতে আসিয়া হৈলুঁ জ্বরী।
গোপতে অনন্ত কহে
জ্বর জ্বালা কিছু নহে
কানু করিয়াছে মন চুরি।।