শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী।
তার অকুশল কথা সহিতে না পারি।।
আমারে মরিতে সখি কেন কর মানা।
মোর দুঃখে দুখী নও ইহা গেল জানা।।
দাব-দগধি ধিক ছটফটি এহ।
এ ছার নিলাজ প্রাণ না ছাড়য়ে দেহ।।
কাহ্নু বিনু নাহি যায় দণ্ড ক্ষণ পল।
কেমনে গোঙাব আমি এদিন সকল।।
এ বড় শেল আমার হৃদয়ে রহিল।
মরণ সময়ে তারে দেখিতে না পাইল।।
বড় মনে সাধ লাগে সো মুখ সোঙরি।
পিয়ার নিছনি লৈয়া মুঞি যাঙ মরি।।
নরোত্তম যাই তথা জানুক তার সতি ।
শ্যামসুধা না মিলিলে সবার সেই গতি।।