শ্যামরূপ হিয়ার মাঝে জাগে।
কত অনুরাগিণি ঝুরে অনুরাগে।।
কিয়ে রূপ মনোহর রায়।
যাচিয়া যৌবন দিতে কুলবতী ধায়।।
ওই রূপে আছে কি মাধুরী।
মদনমুগধি কত মরে ঝুরি ঝুরি।
তাহে আর ধরে নানা বেশ।
কি করিবে যুবতি মজিল সব দেশ।।
রূপে আছে ঔষধ মোহিনি।
পরাণে পরাণ সহ করে উমতিনি।।
তাহে হাসি কয় কথাখানি।
অমিয়া বমিয়া বিধু পড়ল অবনি।
জ্ঞানদাস কহে শুন ধনি।
কুলের ঘুচাইয়া মূল ভজ রসিকমণি।।