শ্যাম কিরূপে দেখিমু তোরে, কালা কিরূপে পাইমু তোরে ধু
দূর দেশীর সখি, করিলাম পিরীতি, অবলা গোপালের নারী।
দূর দেশী ছিল, ঘর চলি গেল, না চাহিলাম নয়ান ভরি।।
পিরীতের আনলে, সর্ব অঙ্গ জ্বলে, না দেখি শ্যামের মুখ।
এ তিন ভুবনে,কালাকানু বিনে, কোন কুলে নাহি সুখ।।
মোর দুঃখ ভার, গুরুপদ সার, কহে আলি রাজা হীনে।
ভাই পাড়াপড়ি, ইষ্ট ধন কড়ি, সার না দেখি তুয়া বিনে।।