শ্যাম নাগর রঙ্গিয়া।
তরু-মূলে দাঁড়ায়্যাছে পিরিতি লাগিয়া।।ধ্রু।।
যে ঘাটে যমুনার জল ভরিবারে যাই।
মরমে লাগ্যাছে রূপ খুঁজিলে না পাই।।
কি দেখিলাম তরুমূলে অদভুত রঙ্গ।
চরণে চরণ বেড়া ললিত ত্রিভঙ্গ।।
একে ত ত্রিভঙ্গ শ্যাম ভঙ্গী ধরে তায়।
অধরে মুরলী লৈয়া মোর নাম গায়।।
রতন-কুণ্ডল দোলে বরিসূত মূলে।
রতিপতি দোলনায় কত হীরা দোলে।।
চূড়ার উপরে চন্দ্র কর‍্যাছে উদয়।
গরবে গিল্যাছে রাহু পাই পরাজয়।।
শিবরাম দাস কহে মনেতে ভাবিয়া।
কেবা ফিরি যাত্যে পারে ধৈরজ ধরিয়া।।