শ্যাম বন্ধুরে রাত্রি হৈল ভোর, চল যাই সরোবর।
শয্যায় রৈলায় বন্ধু নিদ্রায় কাতর। রজনী পরভাত হইল রে ননদীর ডর।
শ্বাশুড়ী ননদী জালে বলে কুবচন। শ্যামের কলঙ্ক দেয় সর্বজন।।
রাধা বলে জাগো কানু যাও রাখালের সাথ। কত নিদ্রা যাওরে কানু নাই শুন বাত।।
গোকুলের যত লোক জাগিলা ঘরে ঘরে। বেভুল তুমি কেনে রৈলায় রাধার মন্দিরে।।
জাগিয়া গোকুলের নারী জলেত গমন। উঠ উঠ প্রাণনাথ রাধার পরাণধন।।
লজ্জায় রৈলায় রে বন্ধু গোকুলের নাথ। আগর চন্দনে আতর আনিলা সাক্ষাৎ।।
আগর চন্দনে বদন পাখালিয়া কানু। রাত্রি হৈল ভোর পূর্বে উদয় ভানু।।
বিরস বদনে রাধা থাকৈন মন্দিরে। রাধারে মিলিয়া যাইন ধেনু চরাইবারে।
ছৈয়দ শাহনূরে কয় ভবকূলে আসি। রাধার মন্দিরে কানু আছিলা পরবাসী।।